ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: যানজট নিরসনে গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তাভাবনা করছে সরকার। ‘মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩’ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন হচ্ছে।

নতুন আইনে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
 
মন্ত্রী জানান, ঢাকা শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরাতন জরাজীর্ণ  ট্যাক্সিক্যাবের পরিবর্তে ঢাকা মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়েছে।
 
মন্ত্রী আরও বলেন, এক পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না- এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। তবে ‘মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩’ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন করা হচ্ছে। ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫’ ও ‘সড়ক পরিবহন আইন-২০১৫’ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া ‘সড়ক পরিবহন আইন-২০১৫’ তে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।