ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হ্যান্ড ট্রলি চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
নেত্রকোনায় হ্যান্ড ট্রলি চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় হ্যান্ড ট্রলি চাপায় শেখ ফরিদ ওরফে কাওসার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আমতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।



মৃত শিশু কাওসার সদরের বাংলা ইউনিয়নের নয়াপড়া গ্রামের আবুল কালামের ছেলে।

নেত্রকোনা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী আহম্মদ বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ির পাশের সড়কে খেলা করছিল শিশুটি। এ সময় একটি হ্যান্ড ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা হ্যান্ড ট্রলি ও চালককে আটক করেন।

ময়নাতদন্তের জন্য শিশুটির মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।