ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ভেজাল সার-কীটনাশক উৎপাদনের দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
যশোরে ভেজাল সার-কীটনাশক উৎপাদনের দায়ে জরিমানা

যশোর: যশোরে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগে প্রমোট অ্যাগ্রো কেমিকেল নামে একটি প্রতিষ্ঠানের মালিক আবু তাইফুর জিলানীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম খালিদ সাইফুল্লাহ বাংলানিউজকে বলেন, অভিযানে প্রায় ২০ লাখ টাকার সার এবং কীটনাশক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে জব্দ করা সার ও কীটনাশক ধ্বংস এবং অভিযুক্ত প্রমোট অ্যাগ্রো কেমিকেলের মালিক আবু তাইফুর জিলানীকে এক লাখ জরিমানা করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের অভিযানে ৭ হাজার ২শ’ বোতল পিজিআর, ১ হাজার ৫শ’ কেজি জিংক, ৬ হাজার কেজি জৈব সার, ২ হাজার ২৫০ প্যাকেট কীটনাশকসহ বিপুল পরিমাণ সারের বস্তা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।