ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মেট্রিক্স সোয়েটার কারখানায় ফের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
গাজীপুরে মেট্রিক্স সোয়েটার কারখানায় ফের আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: চারদিনের ব্যবধানে গাজীপুরে মেট্রিক্স সোয়েটার কারখানায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারে মালেকের বাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের ঘটনা ঘটে।



জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, মেট্রিক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান মো. হাসিবুর রহমান।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর আগুন লাগে। তবে ভবনে কেউ আটকা পড়েননি।

আটতলা ভবনটির সর্বোচ্চ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ফ্লোরটি কারখানার গোডাউন হিসাবে ব্যবহার হয়। ইউরোপসহ বিভিন্ন দেশের অর্ডার করা মালামাল সেখানে মজুত ছিল বলে জানান মজিবুর রহমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত ২৯ জানুয়ারি একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬/আপডেট: ১১০০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।