ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধ হলো থানার সামনে সেই ‘পকেট কাটার হাট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বন্ধ হলো থানার সামনে সেই ‘পকেট কাটার হাট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ময়মনসিংহ: লোভনীয় পুরস্কারের ফুলঝুড়ি বিলিয়ে রাখঢাক না করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ঠিক সামনেই বসতো ‘পকেট কাটার হাট। ’

নগরীর যত্রতত্র রিকশা-ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করে ‘দৈনিক পদ্মা র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রির ঘটনাও ছিল ওপেন সিক্রেট।



নগরীর থানাঘাট এলাকার মুক্তিযোদ্ধা বিজয় মেলার নাম করে সর্বনাশা র‌্যাফেল ড্র অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বন্ধ রয়েছে এ র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি।

দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে গত ৩০ জানুয়ারি ‘থানার সামনেই পকেট কাটার হাট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শুরু হয় তোলপাড়। নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ সন্ধ্যায় বাংলানিউজকে জানান, সোমবার সকালে র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদও বাংলানিউজকে টিকিট বিক্রি বন্ধের বিষয়টি জানান।

** থানার সামনেই ‘পকেট কাটার হাট’!

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।