ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’- প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।



সকাল ১০টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে ১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পদকপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ জেলা প্রশাসক: খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা: চট্টগ্রাম বিভাগের সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুন।

শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট: চট্টগ্রাম বিভাগের কুমিল্লা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীন। শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর: রংপুর বিভাগের দিনাজপুর পিটিআই এর ইনস্ট্রাক্টর যুথিকা রানী দাস।

শ্রেষ্ঠ সহকারী ইউআরসি ইনস্ট্রাক্টর: রাজশাহী বিভাগ ও জেলার চারঘাট ইউআরসি মো. মুস্তাফিজুর রহমান। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী: ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার অধ্যক্ষ মো. আবদুল হক।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান: সিলেট বিভাগ ও জেলার বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।

শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা: রাজশাহী বিভাগের পাবনা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম।

শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা: খুলনা বিভাগ ও জেলার ডুমুরিয়া উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম।

শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর: ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকৈর ইউআরসি মো. আব্দুর রহিম। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা: বরিশাল বিভাগের পটুয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার।

শ্রেষ্ঠ শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়): বরিশাল বিভাগের বরগুনা জেলার পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।

শ্রেষ্ঠ শিক্ষিকা (প্রাথমিক বিদ্যালয়): সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার লামাকাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসনীম চৌধুরী।

শ্রেষ্ঠ কাব শিক্ষক: খুলনা বিভাগের যশোর জেলার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রশীদ।

শ্রেষ্ঠ কর্মচারী: রংপুর বিভাগের লালমনিরহাট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. জাফরুল ইসলাম।

শ্রেষ্ঠ পিটিআই: রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা পিটিআই এর সুপার শামছিয়া আখতার বেগম। শ্রেষ্ঠ এসএমসি: বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম।

শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়: চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঝরে পড়ার হার কমাতে সক্ষম বিদ্যালয়: ঢাকা জেলার মিরপুর এলাকায় শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক, অভিনয়, উপস্থিত বক্তৃতা, পল্লীগীতি, আঞ্চলিক গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্ববোধক গান ও নৃত্যে প্রত্যেক বিভাগে ছয়জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া কাব শিশু হিসেবে তিনজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ১০০ মিটার দৌড়, দীর্ঘ ও উচ্চলাফ, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, অংক দৌড় ও মোরগ লড়াইয়েও প্রত্যেক বিভাগে ছয়জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমইউএম/আরইউ/জেডএস

** শিশুরা যেন জঙ্গিবাদে না জড়ায়
** বেনাপোল ইমিগ্রেশনে জিকা ভাইরাস প্রতিরোধে আগাম সতর্কতা
** ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দেশ গড়ে তুলছিলেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।