ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ক্যান্সার দিবসে ‘হিমু পরিবহন’-এর সচেতনতামূলক প্রচারনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বিশ্ব ক্যান্সার দিবসে ‘হিমু পরিবহন’-এর সচেতনতামূলক প্রচারনা ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে ৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে ‘হিমু পরিবহন’।



বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে প্রেসক্লাবের সামনে ক্যান্সার সচেতনতামূলক এই প্রচারনা চালায় সংগঠনটি। সমন্বয়ক আহসান হাবিব মুরাদের পরিচালনায় সচেতনতামূলক এই প্রচারনায় অংশ নেন হিমু পরিবহনের সদস্যরা।

এ সময় প্রচারনার অংশ হিসেবে সংগঠনের কর্মীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। দেশব্যাপী এ প্রচারনা চলছে বলেও জানানো হয় হিমু পরিবহনের পক্ষ থেকে।

সংগঠনটি জানায়, মানুষকে সচেতন করে তোলার মাধ্যমে দেশকে ক্যান্সার মুক্ত করাই হিমু পরিবহনের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে সারাদেশে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করছে হিমু পরিবহন। এটি একটি সেচ্ছাসেবী সংগঠন।

প্রেসক্লাবের সামনে কর্মসুচি শেষে শাহবাগ পর্যন্ত ৠালি করে সংগঠনটি। এ সময় লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারনাও চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৪, ২০১৬
এসজেএ/এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।