ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তামিসনা ফ্যাশনওয়্যার চালুর দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
তামিসনা ফ্যাশনওয়্যার চালুর দাবিতে সমাবেশ ছবি :শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বেতন পরিশোধ না করেই বেআইনিভাবে বন্ধ করা গাজীপুরের তামিসনা ফ্যাশনওয়্যার লিমিটেড খুলে দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।



সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তামিসনা ফ্যাশনওয়্যার লিমিটেড এর শ্রমিকদের বকেয়া বেতন ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পরিশোধ করার কথা থাকলেও তা এখনও পরিশোধ করা হয়নি। এদিকে মালিকপক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেআইনিভাবে গত ২ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেয়।

সমাবেশে বক্তারা বলেন, তামিসনা ফ্যাশনওয়্যার প্রতিষ্ঠার চার বছর অতিক্রম করা সত্ত্বেও শ্রমিকদের নিয়োগপত্র, আইডি কার্ড ও সার্ভিসবুক না দেওয়ায়, গত মাসের ১২ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শককে লিখিতভাবে আমরা অভিযোগ জানিয়েছিলাম।

এরপর শ্রমিকদের আইডিকার্ড দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে প্রতিষ্ঠানের নিয়োগপত্র ও সার্ভিসবুক দেওয়া হয়নি বলেও জানান কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের ওপর নির্যাতন চালানোর বিষয়ে সরকারি দফতরে কেন অভিযোগ করা হয়েছে এ কারণে মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে স্থানীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। সন্ত্রাসীরা শ্রমিকদের জীবননাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তারা।
সংগঠনটি জানায়, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ কারখানাটি ফের খুলে দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।  

সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা জিয়াউল কবির খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৪, ২০১৬
এসজেএ/এইচকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।