ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারত গেলেন নৌবাহিনী প্রধান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ভারত গেলেন  নৌবাহিনী প্রধান মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ

ঢাকা: ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে  ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬’ তে অংশ নিতে ভারতে গেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ছাড়েন তিনি।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার কমোডর সৈয়দ মকছুমুল হাকিম তাকে বিদায় জানান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তবাহিনী জনঃসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ৬-৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬’ অনুষ্ঠিত হবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালীন নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

সফরে নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। আগামী ৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।