ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রবি ফাস্ট বোলার হান্ট বাছাইপর্ব

১২৬ কিমি গতিতে বল ছুঁড়ে টিকে গেলেন শফিক-একরাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
১২৬ কিমি গতিতে বল ছুঁড়ে টিকে গেলেন শফিক-একরাম

বগুড়া: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় হয়ে গেলো রবি ফাস্ট বোলার হান্ট’র বাছাই প্রতিযোগিতা। এই গতির প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন বগুড়ার শফিকুল ইসলাম ও নওগাঁর একরামুল হক।


 
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে চলে এ বাছাই প্রতিযোগিতা। রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৬৫ তরুণ ক্রিকেটার বাছাই পর্বে অংশ নেন।
 
প্রতিযোগিতায় অংশ নিতে আসা তরুণ ক্রিকেটাররা স্টেডিয়ামের সামনে লাইনে দাঁড়িয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে রেজিস্ট্রেশনপত্র গ্রহণ করেন। এরপর প্রয়োজনীয় নিরাপত্তার কাজ সেরে প্রধান ফটক দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন।
 
সেখানে প্রবেশের পর তাদের একে একে ডাক পড়ে বল ছোঁড়ার জন্য। নেটে ঘেরা নির্দিষ্ট স্থানের মধ্যে তারা সর্বোচ্চ গতি দিয়ে বল ছোঁড়েন। আর সেই নেটের কিছুটা দূরেই গতি মাপকযন্ত্র নিয়ে বসেছিলেন বিসিবির হাই পারফরমেন্স কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচক প্যানেল।
 
শেষমেষ বাছাইপর্বে শফিকুল ইসলাম ও একরামুল হক টিকে যান। তারা ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিতে বল ছুঁড়ে গতির পরীক্ষায় উত্তীর্ণ হন।   
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।