ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই কারখানায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই কারখানায় জরিমানা

নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দুটি ডাইং কারখানাকে ৫১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

রাজধানী ঢাকা সদর দফতরে শুনানি শেষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান দুই কারখানার মালিকদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।



অভিযুক্ত কারখানাগুলো হলো ফতুল্লার লালপুরে অবস্থিত এস বি ডাইং এবং দাপা ইদ্রাকপুরে মুন ডাইং।

পরিবেশগত ছাড়পত্র না নিয়ে এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই কারখানা পরিচালনা করে আসছিল দুই কারখানা। অপরিশোধিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে এস বি ডাইং কারখানাকে ৪২ লাখ ও মুন ডাইং কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।