ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলে নতুন কয়লা খনির সন্ধান

শফিক ছোটন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
উত্তরাঞ্চলে নতুন কয়লা খনির সন্ধান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: উত্তরাঞ্চলের বৃহৎ জেলা নওগাঁর বদলগাছীর বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর এলাকায় একটি নতুন কয়লা খনির সন্ধানে নেমেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

এরইমধ্যে তাজপুরে একটি নিরীক্ষা কূপ খননের প্রস্তুতিও সম্পন্ন করেছে জিএসবি’র লোকজন।



সংশ্লিষ্টরা জানান, ২০১৪-১৫ সালে সান্তাহার, তিলকপুর, বদলগাছী ও আক্কেলপুর এলাকায় এক ভূতাত্ত্বিক জরিপে তাজপুরে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পান তারা। সেই সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয় খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। এবছর জানুয়ারিতে মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করে।

এ বিষয়ে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. নেহাল উদ্দিন বাংলানিউজকে জানান, তাজপুরে মাটির নিচের স্তর তাত্ত্বিক তথ্য সংগ্রহ ও অনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অনুসন্ধানে ৩০ সদস্যের একটি তদন্ত দল পাঠানো হয়েছে। একটি কূপ খনন করে প্রায় তিন মাস ধরে সেখানে খনিজ সম্পদের অনুসন্ধান চালানো হবে।

তিনি আরো বলেন, অনুসন্ধানে তাজপুরে কয়লা অথবা মূল্যবান কোনো খনিজ সম্পদ পাওয়া গেলে তার পরিমাণ উল্লেখ করে পরবর্তীতে সেগুলো কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ সরকারকে জানাবে।

তাজপুর স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও অনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের তদন্ত দলের লিডার জিএসবির উপ পরিচালক (ড্রিলিং প্রকৌশল) মাহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তাজপুরে প্রাথমিক জরিপে পাললিক শিলার পুরুত্ব অনেক বেশি দেখানো হয়েছে। এছাড়া সাদা মাটিসহ মূল্যবান সম্পদ পাওয়া যেতে পারে এখানে। এজন্য রিক মেশিন দিয়ে মাটির নিচে প্রায় ৪ হাজার ফুট গভীর করে কূপ খননের মাধ্যমে নিরীক্ষা অভিযান চালানো হবে।

তিনি বলেন, কূপ খননের নির্ধারিত স্থানটি মাপ-যোগ করে প্রস্তুত করা হয়েছে। মেশিনপত্র নিয়ে আসার কাজ চলছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে খনন কাজের উদ্বোধন করার টার্গেট রয়েছে জিএসবির।

জিএসবির কর্মকর্তারা জানান, সবশেষ দীঘিপাড়া কয়লা খনি আবিষ্কারের পর নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। দেশে এ পর্যন্ত বড়পুকুড়িয়া, জামালগঞ্জ, খালাসপীর, দীঘিপাড়া ও ফুলবাড়িসহ ৫টি কয়লা খনি আবিষ্কার হলেও কয়লা উত্তোলন করা হচ্ছে শুধু বড়পুকুড়িয়া খনি থেকে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।