ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১০হাজার লিটার মদ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
লক্ষ্মীপুরে ১০হাজার লিটার মদ জব্দ, আটক ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১০ হাজার লিটার (১৪ ড্রাম) দেশীয় তৈরি মদ জব্দ করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে সুরেন্দ্র ও চন্দন নামে ২ জনকে আটক করা হয়।



বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে রায়পুর পৌরসভার মাছবাজার এলাকায় একটি দেশীয় তৈরি মদের কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছবাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন থেকে দেশীয় মদ তৈরি ও বিক্রি করে আসছে। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০হাজার লিটার মদ জব্দ করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।