ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
রাজধানীতে দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিল ও শাহবাগ এলাকায় পৃথক ঘটনায় হালিমা খাতুন শিল্পী (১৬) ও স্বপ্ন‍া (২০)  নামে দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।



মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মতিঝিল থানার সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে গৃহকর্মী হালিমা খাতুন শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত শিল্পী শেরপুর নালিতাবাড়ির আব্দুল হালিমের মেয়ে।

এদিকে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম জানান, রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন আবুল খায়ের ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বপ্না নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৭-৮ বছর থেকে একই বাসায় তিনি গৃহকর্মীর কাজ করে আসছিলেন। তবে প্রাথমিকভাবে তার নিহত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

নিহত স্বপ্না লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার আবুল কাশেমের মেয়ে।

দু’টি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এজেডএস/টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।