ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ফেনীতে ভাইয়ের হাতে ভাই খুন

ফেনী: ফেনীর সোনাগাজীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মাইন উদ্দিনের হাতে খুন হয়েছেন আহসান উল্লাহ(৫০) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাট এলাকার দুবাইওয়ালার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিকেলে  ঘাতক মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রুস্তম আলীর ছেলে আহসান উল্লাহর সঙ্গে চাচাতো ভাই মাইন উদ্দিনের বিরোধ চলে আসছিল। দুপুরে এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইন উদ্দিন ও তার লোকজন আহসান উল্লাহর ওপর হামলা চালায়।

লাঠির আঘাতে আহসান উল্লাহ মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। নিহত আহসান উল্লাহ'র স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করলে পুলিশ ঘাতক মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবির খোন্দকার এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।