ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৪ সহযোগীসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
রাজধানীতে ৪ সহযোগীসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে চার সহযোগীসহ রুবিনা নামে চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ছয়শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।



গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম।

তিনি বলেন, শান্তিনগর থেকে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী রুবিনাকে তার চার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচ হাজার ছয়শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
এনএইচএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।