ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় অস্ত্রসহ আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
রামপুরায় অস্ত্রসহ আটক ৪ ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরা হাজীপাড়া বালুরমাঠ এলাকায় অস্ত্রসহ চার দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।



রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তাদের আটকের বিষয়টি বাংলানিউজকে জানান।

আটক চারজনের মধ্যে দু’জন হলেন মনির (২৭) ও লিটন (২৫)। বাকি দু’জনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুরমাঠ এলাকায় স্থানীয় জনতা দুর্বৃত্তদের ধাওয়া করে মনির ও লিটনকে ধরে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামাক) হাসপাতালে পাঠায় পুলিশ।

অপর দু’জনকে পুলিশ আটক করে রামপুরা থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।