ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্থলবন্দর থেকে গত বছরে আয় ৬১ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
স্থলবন্দর থেকে গত বছরে আয় ৬১ কোটি টাকা পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের ২২টি স্থলবন্দর থেকে গত ২০১৪-১৫ অর্থ-বছরে স্থলবন্দর কর্তৃপক্ষ ৬০ কোটি ৮৭ লাখ ৪ হাজার ২৫১ টাকা আয় করেছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পক্ষে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ তথ্য জানান।



সরকার দলীয় সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, স্থলবন্দর থেকে আয় বাড়ানোর লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে এবং হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লায় স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার রয়েছে।

মামুনুর রশীদ কিরনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় বিআইডব্লিউটিসি’র ৯টি ফেরি রুট চালু রয়েছে। এসব রুটে বিআইডব্লিউটিসি’র ৫০টি ফেরি রয়েছে। ফেরির সংখ্যা আরও বাড়াতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।