ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মাদক বিরোধী র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
গাইবান্ধায় মাদক বিরোধী র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী র‌্যালি, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় যুব সমাজের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।



বিকেলে ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মাদক বিরোধী বিভিন্ন স্লোগানসহ একটি র‌্যালি গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সুজা।

এতে বক্তব্য রাখেন- পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবুর রহমান, প্রকৌশলী ইমাম হাসান জিকো, মুনতাসির মাহমুদ লিখন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মণ্ডল, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, আ’লীগ নেতা পলাশ, সাজ্জাদ ও সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সিশাম প্রমুখ।

পরে সেখানে কনসার্টের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।