ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার হাজিরহাট ও করুনানগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ জরিমানা করেন।



ইউএনও অফিস সূত্রে জানা গেছে, হাজিরহাট বাজারের সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, করুনানগর বাজারের একটি মিষ্টির দোকানে ২ হাজার টাকা। এছাড়া লাইসেন্স না থাকায় লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল চালকের আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পচাবাসি মিষ্টিগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।