ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার ওবায়দুল মোকাদ্দেস চৌধুরী

ঢাকা: ভোরের কাগজের সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরীর বাবা নীলফামারী জেলার ডোমার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার (০৫ ফেব্রুয়ারি)।

প্রবীণ এই সাংবাদিক গত বছরের ০৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ডোমারের নিজ বাসভবনে মারা যান।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা ডোমারের থানাপাড়া একরামিয়া বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ, দোয়া মাহফিল এবং শনিবার (০৬ ফেব্রুয়ারি) মরহুমের গ্রামের বাড়ি জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজিপাড়ার এতিমখানায় খাবার বিতরণ করা হবে।

এসব আয়োজনে অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।