ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-বুলেটসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-বুলেটসহ গ্রেফতার ৩ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল-বুলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাগলা রসুলপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলো- নারায়ণগঞ্জের পাগলা উপজেলার মধ্য রসুলপুর এলাকার হিরু মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (২৪), একই এলাকার মতিনের ছেলে বাবলু (২৭) ও রাজ্জাকের ছেলে শান্ত (৩০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএইচএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।