ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের চব্বিশ পরগনার বঁনগা সীমান্তে অনুপ্রবেশকারী ২২ নারী-পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (০৪ ফেবুয়ারি) সন্ধ্যা ৭টায় বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে এদের হস্তান্তর করা হয়।



ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে চারজন পুরুষ, সাতজন নারী ও  ১১ জন শিশু রয়েছে। এদের বাড়ি  খুলনা,যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে ভারতের চব্বিশ পরগনার বঁনগা রেলষ্টেশন এলাকায় দালালরা তাদের নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মানবিক কারণে আটকদের ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বাংলাদেশের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে বিএসএফ।

এ বিষয়ে পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আহম্মেদ হোসেন বাংলানিউজকে জানান, ওই ২২ জনকে রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত জানান, তাদের বিরুদ্ধে (১১-সি) ধারায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।