ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার পাশে থাকবে নয়াদিল্লি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
শেখ হাসিনার পাশে থাকবে নয়াদিল্লি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব ধরনের সমর্থন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ-ভারত সন্ত্রাস দমন ও উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবে নয়াদিল্লি। এমনটিই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ভারত সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। এসময় সুষমা স্বরাজ এ কথা জানান।

সাক্ষাতকালে সুষমা স্বরাজ বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে ভারত। সেই সঙ্গে বাংলাদেশ-ভারত সন্ত্রাস দমন ও উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবে নয়াদিল্লি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামাপ্ত জীবনীর হিন্দি অনুবাদ করা হচ্ছে বলে ও শাহরিয়ার আলমকে অবহিত করেন তিনি।

এর আগে সন্ত্রাস বিরোধী সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরে ভারতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, গত বছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সফরে দু’দেশের মধ্যে যে চুক্তি হওয়ার সিদ্ধান্তগুলো হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।

এদিকে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সকল বিষয় বিশেষ করে আন্তঃযোগাযোগ, আন্তঃদেশীয় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
এছাড়া তিস্তার বণ্টন চুক্তি ঝুলে থাকার মধ্যে বৈঠকে পানি সমস্যার সমাধান ‘শিগগিরই’ হবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬ /আপডেট: ০১২৬ ঘণ্টা
জেপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।