ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ইয়াবাসহ তিন মাদক বিক্রতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গাইবান্ধায় ইয়াবাসহ তিন মাদক বিক্রতা আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক বিক্রতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দ শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার তুলশীঘাট বাসস্টান্ড ও জেলার সাদুল্যাপুর উপজেলার ইদ্রাকপুর বাজার থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে ওবায়দুর রহমান (৩৫), সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের মৃত জামাল মুন্সির ছেলে দুদু মিয়া (৪০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে ছামছুল ইসলাম (২৫)।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে জানান, আটক তিনজন চিহ্নিত মাদক বিক্রতা। বিভিন্ন জাগায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুদু মিয়া ও ছামছুল ইসলামের কাছে থেকে ২৮৫ পিস ও ওবায়দুর রহমানের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে আটকদের জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদশে সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।