ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাকাব রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের মূল্যায়ন সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
রাকাব রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের মূল্যায়ন সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সমন্বয়ে ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কাজিহাটা কুকিজার কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ।

এছাড়া ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মো. লোকমান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান, রাজশাহী জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা নাজমুল হক ও জোনের আওতাধীন ২৬টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় মনজুর আহমদ অন্যান্য খাতের পাশাপাশি পরিবেশ বান্ধব বায়োগ্যাস, সৌরশক্তি, ৪ শতাংশ রেয়াতি সুদে তৈল, ডাল , ভুট্টা ও মসলা জাতীয় ফসল এবং
৫ শতাংশ সুদে গাভী পালন (কৃত্রিম প্রজনন) খাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ জোরদারের জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও তিনি প্রতিটি শাখায় ন্যূনতম একজন উত্তম নারী উদ্যোক্তা এবং ভূমিহীন ও বর্গাচাষীদের ঋণ প্রদানের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।