ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্র ইউনিটের চিত্র প্রদর্শনীর কর্মসূচী উদ্বোধন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বরিশালে ছাত্র ইউনিটের চিত্র প্রদর্শনীর কর্মসূচী উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্রের প্রদর্শনীর কর্মসূচী গ্রহণ করেছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট)।

ছাত্র ইউনিটের কেন্দ্রীয় সভাপতি ও প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর রায় রোডের খেয়ারী গ্রুপ থিয়েটারের হলরুমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।



তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হতে হবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

বিশেষ অতিথি ছাত্র ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম. ইমামুল হক, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো।

এ সময় সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম. ইকবাল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর অলিউল ইসলাম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, প্রফেসর ফজলুল হক, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, মুকুল দাস এবং ছাত্র ইউনিটের সমন্বয় সহযোগী শাহেদুজ্জামান সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময় : ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।