ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাশীপুর নদীর ফাঁসি…

স্টোরি: সাব্বির আহমেদ ও দেলোয়ার হোসেন বাদল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
কাশীপুর নদীর ফাঁসি… ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৈশোরে কাশীপুরের জলে লাফিয়ে পড়তেন রিটন শিকদার। নদীর পানি নাকি ছিলো ‘ডাবের মতো’।

৩০ থেকে ৩৫ বছর আগের কথাই বলছিলেন। কিন্তু এখন সেই কাশীপুরের পানি স্বচ্ছ তো নয়ই, কাছে গিয়ে দেখা যায় কুচকুচে কালো।

নদীর পানিতে এখন ভেসে ভেড়ায় শত শত শিল্প কারখানার দূষিত বর্জ্যপদার্থ। দূষণে কাশীপুর নদীর বলা যায় ফাঁসি হয়েছে। তবু মৃত নদীতেও চলছে মানুষের কর্মযজ্ঞ। যা ডেকে আনছে নানা রোগবালাই।

বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যার সংযোগ এই নদী এখন শুধু মরা খাল।

নারায়ণগঞ্জ-মুন্সীগজ্ঞ হাইওয়ের পশ্চিম পাশে কাশীপুর নদী (পঞ্চবটি-বিসিক-ভোলাইল-কাঠপট্টি-মুক্তারপুর ব্রিজ)। এটি কাঠপট্টি-মুক্তারপুর হয়ে বুডিগঙ্গা নদীর ধলেশ্বরী অংশে মিলিত হয়েছে।

কাশীপুর ব্রীজের উপর দাঁড়িয়ে রিটন বাংলানিউজকে জানান, প্রতিদিন শতশত ডায়িং ও কারখানার বর্জ্য পড়ে জৌলুস হারিয়েছে কাশীপুর নদী। আর সেটি শুরু হয়েছে প্রায় এক দশক ধরে। কালো দুর্গন্ধযুক্ত পানি ছাড়া কিছুই চোখে পড়ে না কাশীপুরের পানিতে।

কখনও এই দূষিত পানিতে নেমে হেঁটেই নৌকা পার করতে হয়। স্থানীয়রা ময়লাযুক্ত পানিতেই সারছেন ধোয়া ও গোসলের কাজ।

স্বাস্থ্যঝুঁকির মধ্যে এই নোংড়া পানিতে গোসল করতেও নামছে দুরন্ত ছেলের দল।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬   
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।