ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
চান্দিনায় ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): ‍কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়কে ডাকাতির সময় এলাকাবাসীর পিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীচরা গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার করুনাপুর গ্রামের মোকশত আলীর ছেলে সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।

এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নোমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে রানীচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় ডাকাতির সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। একপর্যায়ে ওই তিনজনকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সোলেমানকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।