ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের হয়রানি দেখতে চায় না যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সাংবাদিকদের হয়রানি দেখতে চায় না যুক্তরাষ্ট্র

ঢাকা: সাংবাদিকদের কাজে বাধা দেওয়া বা তাদের কারারুদ্ধ করা বা হয়রানি হতে দেখতে চায় না যুক্তরাষ্ট্র।

গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিয়ে বিভিন্ন মঞ্চে একাধিকবার বেশ জোর গলায় সে কথা বলা হয়েছে।



বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে জন কিরবি বলেন, আমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বা প্রতিবেদক সম্পর্কে অবগত নই। বিষয়টি আমাকে জেনে জানাতে হবে। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিয়ে বিভিন্ন মঞ্চে আমরা একাধিকবার বেশ জোর গলায় কথা বলেছি।

এ বিষয়ে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ওয়াশিংটন পোস্টে দেওয়া বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সেখানে পুরো বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের গুরুত্ব নিয়ে কথা বলেছেন কেরি। ফলে বিষয়টিতে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যা সবাই জানে।

‘অবশ্যই যুক্তরাষ্ট্র সাংবাদিকদের কাজে বাধা দেওয়া বা তাদের কারারুদ্ধ করা বা হয়রানি হতে দেখতে চায় না। সাংবাদিকরা মূলত বিশ্ব নেতাদের নানা সিদ্ধান্ত মানুষের কাছে পৌঁছে দেন। ’

তিনি বলেন, পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার জটিল বিষয়গুলোকে পুরো বিশ্বের মানুষের কাছে ব্যাখ্যা করেন তারা। ভবিষ্যতেও সাংবাদিকদের এ ধরনের দায়িত্ব পালনের ধারাবাহিকতা চাই। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অঙ্গিকারবদ্ধ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।