ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোর্শেদায়ন নিশান (৩৫) নামে স্থানীয় এক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে তার স্ত্রী জাকিয়া বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গোপালগঞ্জে শহরের বেদগ্রামে নিশানের বাড়িতে এ ঘটনা ঘটে।



তবে নিশানের দাবি বাড়িতে ডাকাতি করতে আসে ডাকাতরা তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

মৃত গৃহবধূ জাকিয়া সদরের সিকদারপাড়ার হাজী জালাল উদ্দিনের মেয়ে।

নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক।

এদিকে, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্বামী মোর্শেদায়ান নিশান ও তার ভাই সুশান (৩২), ভগ্নিপতি হাসানসহ (৪০) চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাওগাতুল আলম বাংলানিউজকে জানান, সাংবাদিক নিশানের বাড়িতে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। পারিবারিক কলহের জের ধরে জাকিয়াকে তার স্বামী কুপিয়ে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জাকিয়ার বাবা জালাল উদ্দিনের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে যৌতুকের জন্য নিশান তাদের চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পারিবারিক কহল চলছিল। এর জের ধরেই তার মেয়েকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুর রহমান জানান, জাকিয়াকে ডাকাতরা না তার স্বামী খুন করেছে এর তদন্ত চলছে। দ্রুত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।