ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

গাজীপুর: ওভার টাইমের টাকা পরিশোধ করার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি গেট এলাকায় বিক্ষোভ, ভাংচুর  ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এপকট এ্যাপারেলস ও জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিরা বিক্ষোভ, ভাংচুর ও অবরোধ করে।



গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, ৩১ জানুয়ারি শ্রমিকদের ওভারটাইমের টাকা পরিশোধের কথা থাকলেও তা না করে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) পরিশোধ করার কথা বলে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবারও ওই টাকা পরিশোধ না করলে শ্রমিকরা বিকেলে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে।

এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং  আগামি রোববার ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।