ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা আর্ট সামিটের উদ্বোধন

স্টাফ করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ঢাকা আর্ট সামিটের উদ্বোধন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তৃতীয়বারে মতো ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় শিল্পকলার সবচেয়ে বড় প্রদর্শনী নিয়ে চার দিনব্যাপী ঢাকা আর্ট সামিট।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান ‍শুরু হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি রয়েছেন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান ‍ন‍ূর, বেসামরিক বিমান ও পযটন মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী,সামদানী আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও  কো-ফাউন্ডার নাদিয়া সামদানী,ব্যবস্থা কমিটির সদস্য অন্যতম সদস্য ফারুক সোবহান প্রমুখ।

শুক্রবার শুরু হওয়া এ প্রদশর্নী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৭০জনের বেশি শিল্পী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৫,২০১৬
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।