ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চিলতমারীতে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
চিলতমারীতে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায়  সত্যরঞ্জন মল্লিক (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগে পাঠিয়েছে।



নিহত সত্যরঞ্জন মল্লিক চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের মৃত অনন্ত মল্লিকের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, পাশের এক ঘের মালিক শুক্রবার সকালে সত্যরঞ্জনের নিজের মাছের ঘেরে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।