ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির কাউন্সিলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহাবুবুর রহমান।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শোক সভায় তিনি এ অভিযোগ করেন।



বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আর এ গণির শোক সভার আয়োজন করে।

মাহবুব বলেন, কাউন্সিল করার জন্য তিনটি ভেন্যুর নাম উল্লেখ করে আবেদন করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু তারা ভেন্যু বরাদ্দ নিয়ে নানা টালবাহানা করছে।
   
লে. জে. মাহাবুব বলেন, যত বাধা আসুক না কেন, বিএনপির কাউন্সিল যথা সময়েই অনুষ্ঠিত হবে।  
 
এ সময় রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক করা প্রয়োজন।
 
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রূপ ধারণ করবে।  
 
সংগঠনের সভাপতি রাজীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমএম/এফবি/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।