ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
পাথরঘাটায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৮৫ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ২নং নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ কম্বল বিতরণ করা হয়।



বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন ফারিয়ালারা ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী তপন কুমার হালদার, বামনা ডৌয়াতলা ওয়াজেদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, নাচনাপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান ছালু ও সচেতন নাগরিক কমিটি (সনাকের) সভাপতি সালমা সাহান বিউটি প্রমুখ।

প্রতি বছর এ সংগঠনটি পাথরঘাটা উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।