ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের আরাপপুরে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ঝিনাইদহের আরাপপুরে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের আরাপপুরে গরিব দুস্থ, ছাত্র-ছাত্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহত্তর যশোর জেলা সমিতির আয়োজনে ঢাকার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র দেওয়া হয়।

সেখানে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা আলহাজ শামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক রেজাউর রহমান, সহকারী অধ্যাপক মো. নুরুল্লাহ্, তানজিলুর রহমান, নাহার রহমান প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার ইমরান রহমান।

তিন শতাধিক গরিব দুস্থ, ছাত্র-ছাত্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।