ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় স্ত্রীর হাতে স্বামী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ভালুকায় স্ত্রীর হাতে স্বামী খুন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্ত্রী। নিহতের নাম বিল্লাল হোসেন (৩০)।



পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বগাজান গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিল্লালের স্ত্রী মোর্শেদা বেগমকে (২৪) আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বগাজান গ্রামের আব্দুল হালিমের ছেলে বিল্লাল হোসেন (৩০) ১০ বছর আগে একই উপজেলার কাইচান গ্রামের শরাফত আলীর মেয়ে মোর্শেদাকে বিয়ে করেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে হঠাৎ বিল্লালের ডাক-চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন ঘর থেকে বের হন। তখন ঘুমন্ত অবস্থায় বিল্লাল হোসেনকে তার স্ত্রী মোর্শেদা দা দিয়ে কোপাচ্ছিলেন।

পরে সংকটাপন্ন অবস্থায় বিল্লালকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিল্লাল মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হযরত আলী জানান, সংসারের অভাব অনটনের জের ধরেই স্ত্রী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।