ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা  গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান রাজধানীর শাহবাগে শুরু হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠ‍ানিকতা শুরু হয়।



দুই দিনবীপী কর্মসূচির প্রথমদিন শুক্রবার বিকেল ৩টায় ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অংশ শিশু-কিশোররা অংশ নিয়েছে।

আর বিকাল ৪টায় ‘জাগরণ যাত্রা’, ৫টায় ‘স্মৃতিতে জাগরণ' এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ কর্মীরা উপস্থিত আছেন।

এদিকে কর্মসূচির দ্বিতীয়দিন শনিবার বিকেল ৩টায় ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: কোন পথে আমরা?’ শীষর্ক আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান থেকে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠিত হয়। যা দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে।

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ও এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।