ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ওস্তাদ ইয়াসিন খানের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ওস্তাদ ইয়াসিন খানের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক ওস্তাদ ইয়াসিন খান

ঢাকা: উচ্চাঙ্গ সংগীতের সাধক ওস্তাদ ইয়াসিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এ শোকবাণী জানান।


 
এতে বলা হয়, দেশের শিল্প ও সংস্কৃতি বিশেষ করে শাস্ত্রীয় সংগীতের উন্নয়ন ও বিকাশের জন্য ওস্তাদ ইয়াসিন খান বলিষ্ঠ অবদান রেখেছেন-তা বাংলাদেশ শিল্পকলা একাডেমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শাস্ত্রীয় সংগীতশিল্পের ক্ষেত্রে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

বরেণ্য শিল্পী ওস্তাদ ইয়াসিন খানের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সায় ইন্তেকাল করেছেন ওস্তাদ ইয়াসিন খান।

ওস্তাদ ইয়াসিন খান ধ্রুপদ ধারায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি গুণীজন সংবর্ধনা এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন থেকে স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।