ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় দু্ইটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা।

 

ইউএনও সেলিম রেজা বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, কাশিপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে মুসলিমা এবং নলদী ইউনিয়নের জালালসী-নোয়াপাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী, নোয়াপাড়া গ্রামের নিজাম শেখের মেয়ে ইতি খানমের বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এ সময় দুই মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।