ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে কম্বল পেলো ৫০০ শীতার্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
নীলফামারীতে কম্বল পেলো ৫০০ শীতার্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বেলা ১১টায় সদরের খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান।



এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর, অতিরিক্ত জেলা জজ মাহবুবুল আলম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাসিরুল হক, সিনিয়র সহকারী জজ হাবিবুর রহমান, সহকারী জজ ইসমাইল হোসেন, অমিত কুমার বিশ্বাস, অলরাম কাজী ও সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য এসব কম্বল দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।