ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ী সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গোদাগাড়ী সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

রাজশাহী: রাজশাহীতে গোদাগাড়ী উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি রেস্তারাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সমিতির সভাপতি ও কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

সভায় সমিতির সাধারণ সম্পাদক বিসিক কর্মকর্তা মমিনুল ইসলাম, উপদেষ্টা নূর হামিম রিজভী বীর প্রতীক, সহসভাপতি এজাজুল হক সানুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
সাধারণসভা শেষে পুনরায় কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদকে সভাপতি ও বিসিক কর্মকর্তা মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদকসহ গোদাগাড়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।