ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নারীর ক্ষমতায়ন-দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
লক্ষ্মীপুরে নারীর ক্ষমতায়ন-দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার চর মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এ প্রশিক্ষণের আয়োজন করে।



প্রতিষ্ঠানের সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন- উপদেষ্টা ওমর হোসেন ভুলু, সাধারণ সম্পাদক মাস্টার কবির হোসেন, প্রশিক্ষক নুরুল আমিন, মাকসুদুর রহমান, দিদার হোসেন ও সবুজের রহমান প্রমুখ।

কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের জন্য নারীর ভূমিকা তোলে ধরেন। এসময় ৭০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।