ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
রামপুরায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরায় তিনশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রামপুরা এলাকার ভুতের আড্ডা রেস্টুরেন্ট গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- মো. জাহিদ উল্লাহ ও মো. শহিদুল ইসলাম ওরফে সানি।
 
মারুফ হোসেন সর্দার জানান, ওই এলাকায় জাহিদ ও শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 
তিনি আরও জানান, ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি-পূর্ব) মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।