ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের বিশ্বনাথে স্বামীর হাতে হালিমা বেগম (২০) নামে এক নববধূ খুন হয়েছেন। তার স্বামীর নাম জুলফিকার আলী।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নে খোজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ জুলফিকার আলীকে আটক করেছে। তিনি ওই গ্রামের মুজেফর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে জুলফিকার স্ত্রীকে কুপিয়ে খুন করেন। অবশ্য খুনের পর স্ত্রীর রক্তাক্ত মরদেহের কাছ থেকে একটি বারের জন্য সরেননি।  

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে স্ত্রী হন্তারক স্বামীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।