ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় আড়াই হাজার পিস ইয়াবা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
চান্দিনায় আড়াই হাজার পিস ইয়াবা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ২৬শ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৫ ফেব্র“য়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।



অভিযানে মাদক পাচারকারী মনির হোসেনের(২১) কাছ থেকে ২ হাজার ৬শ পিস ইয়াবা ও আকাশের (২২) কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মনির হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার চৌধুরী দিঘিরপাড় গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও ফয়সাল আহমেদ আকাশ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের মৃত আরমান হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মনির হোসেনকে আটক করা হয়। এছাড়া একই অভিযানে ঢাকাগামী গ্রিম লাইন পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ফয়সালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।