ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অনুদান পেলেন ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
অনুদান পেলেন ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: মুক্তিযুদ্ধে অংশ নিলেও ভুলবশত মুক্তিযোদ্ধার তালিকায় নাম না উঠায় আজও স্বীকৃতি মেলেনি পঞ্চগড়ের মুক্তু মিয়ার (৮৭)। বয়সের ভারে ন্যুজ মুক্তু মিয়াকে দেখার কেউ না থাকায় ভিক্ষার থালাকেই আপন করে নিয়েছেন তিনি।

 
 
রঙ-বেরঙয়ের টুকরো কাপড় দিয়ে মোড়ানো জামা পরে লাঠি হাতে মানুষের দ্বারে-দ্বারে ঘুরতে ঘুরতে তিনি হাঁপিয়ে উঠেছেন। দৃষ্টি শক্তিও কমে গেছে। ভাঙা চশমার ফাঁক দিয়ে দেখেই তাকে পথ চলতে হয়। অসুস্থ হলে একাই কুঁড়ে ঘরে পড়ে থাকেন। দেখার কেউ থাকে না।
 
দীর্ঘদিন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এবার মুক্তু মিয়ার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
 
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩০ কেজি চাল, ২টি কম্বল, ১টি চাদর (শাল), ১টি লুঙ্গি, তেল ও মশুর ডালসহ নগদ ৫ হাজার টাকা নিয়ে মুক্তু মিয়ার কুঁড়ে ঘরে হাজির হন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম। সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল।
 
জেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুক্তু মিয়া। এ সময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে একটি গজল গেয়ে শোনান।  
 
অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পঞ্চগড় এলাকায় মুক্তু মিয়ার অনেক অবদান রয়েছে, বিষয়টি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি। ভুলবশত তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান না পাওয়ায় তাকে মানবেতর জীবন যাপন করতে হয়েছে। খবর শুনে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহযোগিতা করছি। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।