ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আরডিআরএস মোড় থেকে তাদের আটক করা হয়।



আটক যুবকরা হলেন কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মিঠুন (২০), বৈরাতী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সাইদ (২২) ও আদিতমারী উপজেলার পলাশী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আরডিআরএস মোড়ের এলাহান আলী মোটরসাইকেল বাড়ির বাইরে রেখে জুমার নামাজ পড়তে যান। এ সময় পাঁচ যুবকের একটি দল মোটরসাইকেলটি চালু করলে পার্শ্ববর্তী লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে, তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজমুল বাংলানিউজকে বলেন, স্থানীয়দের হাতে আটক তিন যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।