ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এয়ারগানের গুলিতে দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- রাঘবপুর গ্রামের শাহ আলমের স্ত্রী বেলিজা বেগম(২৮) ও একই গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বেগম(৩৫)।

আটক দু’জন হলেন- রাঘবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে গাজিয়ার রহমান (৩২) ও একই গ্রামের মৃত মহিতুল্যার ছেলে আব্দুল জোব্বার (৪৮)।

স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে রাঘবপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আফসারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে রশিদ ও আফসারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছোড়া এয়ারগানের গুলিতে ওই দুই নারী গুলিবিদ্ধ হন।

এদের মধ্যে গলায় গুলিবিদ্ধ ফাতেমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল  ও বেলিজাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।